ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

ক্রিমিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩  
ক্রিমিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়া রোববার জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে তারা এই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কোতেও হামলা চালিয়েছে। এ ঘটনায় রাজধানীতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া হামলায় দেশের দক্ষিণ-পশ্চিমে একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রুশ নৌবাহিনীর কৃষ্ণ সাগর নৌবহর এবং অধিকৃত ক্রিমিয়াতে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা শুরু করেছে। এমনকি রাশিয়ার অভ্যন্তরেও একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে কিয়েভ।

আরো পড়ুন:

মস্কোর মেয়র জানিয়েছেন, স্থানীয় সময় রোববার ভোরে রাজধানীতে কমপক্ষে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে বিষয়টির সত্যতা স্বাধীন সূত্র থেকে যাচাই করা যায়নি। এছাড়া ইউক্রেন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক থেকে ক্রিমিয়াকে লক্ষ্য করে চালানো অন্তত ছয়টি ড্রোন ধ্বংস করেছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিবেদনে ক্রিমিয়া উপদ্বীপে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়