ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ইউক্রেনের সব উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের সব উপ-প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত 

বরখাস্ত হওয়া এক উপ-প্রতিরক্ষামন্ত্রী

কিয়েভের সব উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছে ইউক্রেন। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

এসব উপপ্রতিরক্ষামন্ত্রীর মধ্যে রয়েছেন হান্না মালিয়ার, ভলোদিমির হ্যাভ্রিলোভ, রোস্তিস্লাভ জামলিন্সকি, ডেনিস শারাপোভ, আন্দ্রি শেভচেঙ্কো এবং চিতালি দেইনেহা। 

গত ৬ সেপ্টেম্বর দেশটিতে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এরপরেই আজ ঘোষণা এলো। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়