ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণাঞ্চলে রুশ প্রতিরক্ষা লাইন ভেঙ্গেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
দক্ষিণাঞ্চলে রুশ প্রতিরক্ষা লাইন ভেঙ্গেছে ইউক্রেন

দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা লাইন ভেঙ্গে দিয়েছে ইউক্রেন। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে,  ক্রিমিয়ায় মস্কোর কৃষ্ণ সাগরের নৌ বহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় সিনিয়র রুশ নৌবাহিনীর কমান্ডারসহ কয়েক ডজন নিহত বা আহত হয়েছেন।

আরো পড়ুন:

জেনারেল ওলেক্সান্ডার টারনাভস্কি শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেন, ‘বাম দিকে (ভারবোভ গ্রামের কাছে) আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা আরও এগিয়ে যাচ্ছি।’

ইউক্রেন জুনে রুশ বাহিনীর কাছ থেকে ভূখণ্ড ফিরিয়ে নিতে পাল্টা আক্রমণ শুরু করে। পাল্টা আক্রমনের অগ্রগতি ধীরগতির হয়েছে। কারণ বেশিরভাগ অঞ্চলে মাইন পুঁতে রেখেছিল রুশ বাহিনী। তবে কিয়েভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপোরিঝিয়া অঞ্চলে কৌশলগত অগ্রগতির কথা জানিয়েছে।

টারনাভস্কি বলেছেন, ‘প্রত্যাশিত হিসাবে দ্রুত নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমাগুলোর মতো নয়।’ তবে যতটুকু অগ্রগতি হয়েছে তা গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়