বিদেশে ৯০ শতাংশ ভিক্ষুক পাকিস্তানি
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
পাকিস্তান থেকে ক্রমবর্ধমান সংখ্যক ভিক্ষুক বিদেশে পাড়ি জমাচ্ছে। বিষয়টি মানব পাচারকে উদ্বুদ্ধ করছে। বুধবার পাকিস্তানের পার্লামেন্টের সিনেটের বৈদেশিক বিষয়ক স্থায়ী কমিটি এ তথ্য জানিয়েছে।
বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার জানান, দেশের বাইরে গ্রেপ্তারকৃত ‘৯০ শতাংশ ভিক্ষুক’ পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক ভিক্ষুক সৌদি আরব, ইরান ও ইরাক ভ্রমণের জন্য তীর্থযাত্রীদের ভিসাকে কাজে লাগিয়েছে। মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোতে আটক হওয়া উল্লেখযোগ্য সংখ্যক পকেটমারও পাকিস্তানি নাগরিক।
তিনি জানান, জাপান এই ধরনের ভিক্ষুকদের জন্য একটি নতুন গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।
জুলফিকার হায়দার দক্ষ শ্রম রপ্তানিতে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার উপর জোর দেন।
তিনি জানান, পেশাদাররা বিদেশে গেলে বৈদেশিক রেমিটেন্স বাড়বে। সৌদি আরব এখন অপ্রশিক্ষিত ব্যক্তিদের চেয়ে দক্ষ শ্রমকে প্রাধান্য দিচ্ছে।
ঢাকা/শাহেদ