ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ভারতে দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৫১, ১ অক্টোবর ২০২৩
ভারতে দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে তালেবান

ক্ষমতায় ফিরে আসার দুই বছরেরও বেশি সময় পর ভারতে আফগানিস্তানের দূতাবাস কার্যক্রম স্থগিত করেছে তালেবান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতসহ অধিকাংশ দেশই আনুষ্ঠানিকভাবে এখনও আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে তাদের প্রকৃত শাসক কর্তৃপক্ষ হিসাবে স্বীকার করে এসব দেশ। এর ফলে অনেক দেশে আফগান দূতাবাস এবং কনস্যুলেট নিস্ক্রিয় হয়ে গেছে। সাবেক সরকারের নিযুক্ত কূটনীতিকরা তালেবান কর্তৃপক্ষের প্রতিনিধিদের দূতাবাস ভবন এবং সম্পত্তির নিয়ন্ত্রণ অর্পণ করতে অস্বীকার করেছে।

ভারতে আফগান দূতাবাস একটি বিবৃতিতে বলেছে, ‘গভীর দুঃখ, অনুশোচনা এবং হতাশার সাথে জানানো যাচ্ছে, নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস তাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে।’

আরো পড়ুন:

এতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক হিসাবে ভারত সরকার দূতাবাসের নিয়ন্ত্রণ নেবে।

স্বাক্ষরবিহীন বিবৃতিতে বলা হয়েছে, ‘কূটনীতিকদের জন্য সময়মতো ভিসা নবায়ন সমস্যা এবং পর্যাপ্ত সহায়তার অভাব’ সহ কর্মী এবং সম্পদ হ্রাসের কারণে কার্যক্রম চালিয়ে যাওয়া ‘ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং’ ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়