ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

সিকিমে বন্যায় সেনাসহ নিখোঁজ ৪৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:১৯, ৪ অক্টোবর ২০২৩
সিকিমে বন্যায় সেনাসহ নিখোঁজ ৪৩

ভারতের সিকিম রাজ্যের উত্তর-পূর্বে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হঠাৎ বন্যায় ২৩ সেনা এবং ২০ বেসামরিক নাগরিক নিখোঁজ হয়েছে। বুধবার সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে নিম্নধারায় পানির স্তর ১৫ থেকে ২০ ফুট হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটমের কাছে বারদাং-এ পার্ক করা সেনা যানবাহনগুলোর ওপর প্রভাব পড়েছে। উত্তর সিকিমের লোনাক হ্রদের উপর বৃষ্টির কারণে, তিস্তা নদীতে একটি আকস্মিক বন্যা দেখা দিয়েছে...২৩ জন কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং কিছু যানবাহন পানির নিচে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।...তল্লাশি অভিযান চলছে।

প্রত্যন্ত অঞ্চলটি নেপালের কাছাকাছি ভারতের সীমান্তের কাছে অবস্থিত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে থাকা তুষারময় শিখরগুলোর একটি হিমবাহের গোড়ায় অবস্থিত।

আরো পড়ুন:

মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বলেছেন, ‘কেউ আহত হয়নি তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিংটামেও কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ তৎপরতা চলছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়