ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘নির্বাককে কণ্ঠ দেওয়ার’ জন্য সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:১৯, ৫ অক্টোবর ২০২৩
‘নির্বাককে কণ্ঠ দেওয়ার’  জন্য সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফস

‘নির্বাককে কণ্ঠ দেওয়ার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য’ চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান সাহিত্যিক জন ফস। বৃহস্পতিবার রয়েল সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘নরওয়েজিয়ান নাইনর্স্কে রচিত এবং বিভিন্ন শৈলীতে বিস্তৃত তার বিশাল রচনায় রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ। যদিও তিনি আজ বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন, তিনি তার গদ্যের জন্যও ক্রমশ স্বীকৃত হয়েছেন।’

জন ফস ১৯৫৯ সালে নরওয়ের পশ্চিম উপকূলে হাউজসুন্ডে জন্মগ্রহণ করেন।

আরো পড়ুন:

তার প্রথম উপন্যাস রদত, সভার্ত (লাল, কালো) ১৯৮৩  সালে প্রকাশিত হয়। এটি যতটা বিদ্রোহী ছিল ততটাই আবেগগতভাবে কাঁচা ছিল। উপন্যাসটিতে আত্মহত্যার বিষয়বস্তু তুলে ধরেছিলেন ফসে। বিভিন্ন উপায়ে তার পরবর্তী সাহিত্যকর্মে প্রথম উপন্যাসটির প্রভাব ছিল।

ফসের সাহিত্যকর্ম ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তিনি বিশ্বের শ্রেষ্ঠ সমসাময়িক নাট্যকারদের একজন হিসেবে বিবেচিত। দ্য ডেইলি টেলিগ্রাফের সেরা ১০০ জীবিতন্ত প্রতিভাবানদের তালিকায় ফসকে ৮৩ নম্বরে স্থান দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়