ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

লেবাননে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৪৮, ৮ অক্টোবর ২০২৩
লেবাননে ইসরায়েলের হামলা

বিতর্কিত শেবা ফার্ম এলাকায় হিজবুল্লাহর আক্রমণের পর দক্ষিণ লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েল শেবা ফার্মের ৩৯ বর্গকিলোমিটার এলাকা ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে। সিরিয়া ও লেবানন উভয়েরই দাবি, শেবা ফার্ম লেবাননের অঞ্চল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের একটি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। তাদের একটি ড্রোন শেবা অঞ্চলের হার ডভ এলাকায় হিজবুল্লাহর একটি ঘাঁটিতে আঘাত করেছে।

এক বিবৃতিতে বাহিনী বলেছে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আর্টিলারি বর্তমানে লেবাননের সেই অঞ্চলে আক্রমণ করছে যেখান থেকে একটি গুলি চালানো হয়েছিল।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, হার ডভ বা উত্তরাঞ্চলে আর কোন হুমকি নেই। সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়