ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৯ অক্টোবর ২০২৩  
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

গাজায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের উৎপাদন ব্যাহত হতে পারে। এই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।

সোমবার অপরিশোধিত তেল ২ দশমিক ২৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে।

ইসরায়েল ও ফিলিস্তিন তেল উৎপাদনকারী দেশ নয়। তবে বিশ্বব্যাপী মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় এক তৃতীয়াংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইসরায়েল ও হামাসের যুদ্ধের প্রভাব ওপেক জোটভুক্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি বিশ্লেষক সাউল কাভোনিক বিবিসিকে বলেছেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব ইরান এবং সৌদি আরবের মতো নিকটবর্তী প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোতে পড়তে পারে এই আশঙ্কায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে।

ফিরোজ/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়