ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাজা ও লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৩ অক্টোবর ২০২৩  
গাজা ও লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, গাজা ও লেবাননে হামলায় সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল। এই ধরনের অস্ত্রের ব্যবহার বেসামরিকদের গুরুতর এবং দীর্ঘমেয়াদী আঘাতের ঝুঁকিতে ফেলেছে।

অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘বর্তমানে গাজায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহারের বিষয়ে সচেতন নয়।’ তবে লেবাননে ফসফরাস বোমা ব্যবহারের বিষয়ে তারা মন্তব্য করেনি।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ছয় হাজার বোমা ফেলেছে। ইসরায়েলি হামলায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা ১০ অক্টোবর লেবাননে এবং ১১ অক্টোবর গাজায় ধারণ করা ভিডিওগুলো যাচাই করে দেখা গেছে, ‘গাজা সিটি বন্দর এবং ইসরায়েল-লেবানন সীমান্তের দুটি গ্রামে সাদা ফসফরাসের একাধিক বায়ু বিস্ফোরণ’ হয়েছে।

সংস্থাটি বলেছে, ‘১৫৫ মিলিমিটার সাদা ফসফরাস আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করা হচ্ছে, দৃশ্যত স্মোকস্ক্রিন, মার্কিং বা সিগন্যালিং হিসাবে।’ এগুলো ইসরাইল-লেবানন সীমান্তের কাছে দৃশ্য।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়