ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইহুদি বসতি স্থাপনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৩১, ১৩ অক্টোবর ২০২৩
পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইহুদি বসতি স্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুক্রবার বিতসেলেম নামের একটি মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংস্থাটির পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাসল্ট রাইফেল সজ্জিত একজন বসতি স্থাপনকারী প্রথমে একটি বড় পাথরের পিছনে মরুভূমিতে বেশ কয়েকজন নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে কাছাকাছি দাঁড়িয়ে ছিল। ইসরায়েলি লোকটি তখন ফিলিস্তিনিদের একজনের কাছে যায় এবং এই সময় এক ফিলিস্তিনিকে তার রাইফেল দিয়ে আঘাত করে। হামলার পর ফিলিস্তিনি এক বা দুই পা পিছিয়ে যাওয়ার পরেও তার পেট লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি। এরপর এক ইসরায়েলি সেনা ঘটনাস্থলে আসে এবং ওই বন্দকুধারীকে প্রহরা দিয়ে নিয়ে যায়।

গত তিন দিনে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নাবলুসের দক্ষিণে পশ্চিম তীরের শহর কুসরার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওয়াফা নিউজ জানিয়েছে, বুধবার বসতি স্থাপনকারীরা চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। বৃহস্পতিবার তাদের দাফনের সময় বাঁধা দিয়েছে বসতি স্থাপনকারীরা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়