ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

গাজায় স্থল, আকাশ ও নৌপথে আক্রমণ চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৫১, ১৪ অক্টোবর ২০২৩
গাজায় স্থল, আকাশ ও নৌপথে আক্রমণ চালাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রিমুখী আক্রমণ চালাবে ইসরায়েল। স্থল, আকাশ ও নৌপথে আক্রমণের জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে শনিবার জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, তারা ‘আকাশ, সমুদ্র ও স্থল থেকে সমন্বিত আক্রমণ’ সহ বিস্তৃত আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা করছে।

তারা বলেছে, ‘প্রস্তুতির মাত্রা বাড়াতে এবং যুদ্ধের পরবর্তী পর্যায়ে বিশেষ করে বৃহৎ স্থল অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েলজুড়ে বিভিন্ন ব্যাটালিয়ন ও সেনা মোতায়েন করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়