ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফিগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৪৩, ১৫ অক্টোবর ২০২৩
ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফিগানিস্তান

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রোববার দেশটির হেরাত শহরের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। 

প্রাদেশিক রাজধানী হেরাত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর। শহরটির পূর্বাঞ্চলে ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। 

তবে আফগানিস্তানে কয়েকদিনের ব্যবধানে তৃতীয় দফার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। 

চলতি মাসে আফগানিস্তানের হেরাত প্রদেশে এ নিয়ে তিন বার ভূমিকম্প আঘাত হানলো। গত ১০ অক্টোবর হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে ভূমিকম্প হয়েছিল। তার আগে ৭ অক্টোবরের ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। ইউনিসেফের তথ্যমতে, ওই ভূমিকম্পে নিহতদের ৯০ শতাংশই ছিল নারী ও শিশু।

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়। এই এলাকাটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়