ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাজায় হামলা চালাতে প্রস্তুত কয়েক হাজার ইসরায়েলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩৪, ১৫ অক্টোবর ২০২৩
গাজায় হামলা চালাতে প্রস্তুত কয়েক হাজার ইসরায়েলি ট্যাংক

গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 

ইসরায়েলে হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে ক্রমাগত বিমান হামলা ও রকেট নিক্ষেপ করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সম্পূর্ণ নিমূল’ লক্ষ্যে পরবর্তী পর্যায়ের হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। 

তবে ঠিক কবে থেকে এই অভিযান শুরু হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উত্তর গাজা থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, সীমান্তের বিভিন্ন শহরে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজায় সর্বাত্মক হামলা চালানোর জন্য হাজার হাজার ট্যাংক ও আর্টিলারি সীমান্তে অবস্থান নিতে শুরু করেছে।

আল জাজিরা বলছে, এটা এখন অনেকটাই নিশ্চিত যে, খুব শিগগির গাজায় বড় ধরনের আক্রমণ শুরু করার ঘোষণা দিতে পারে ইসরায়েল।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়