ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১৫ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:১৫, ১৫ অক্টোবর ২০২৩
সৌদি যুবরাজের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সফররত ব্লিঙ্কেন শনিবার সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকটি মাত্র এক ঘন্টার কম সময় স্থায়ী হয়েছিল এবং এটি যুবরাজের ব্যক্তিগত খামারের বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হামাসের সন্ত্রাসী হামলা বন্ধে, সব জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এবং সংঘর্ষের বিস্তার রোধ করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অটল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।’

মিলার আরও বলেন, ‘দুজনই বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরে স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার জন্য তাদের অঙ্গীকার নিশ্চিতে প্রত্যয় ব্যক্ত করেছেন।’

ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরায়েলে তার সফর শুরু করেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রটির প্রতি জোরালো মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হামাসের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়