ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৫ অক্টোবর ২০২৩  
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয় ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, তার দেশ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয়। উত্তর ফ্রন্টের সীমান্ত পরিস্থিতি আগের মতোই রাখবে। রোববার তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

গ্যালান্ট বলেছেন, ‘উত্তরে যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা পরিস্থিতি বাড়াতে চাই না।’

তিনি বলেন, ‘যদি হিজবুল্লাহ যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে তাদের অনেক বড় মূল্য দিতে হবে। অনেক বড় মূল্য। তবে তারা যদি নিজেদের সংযত রাখে তবে আমরা একে সম্মান করব এবং উভয় পক্ষে গুলি চালানো সত্ত্বেও পরিস্থিতিকে যেভাবে আছে তেমন রাখব।’

রোববার টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে রোববার পাঁচ দফা হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট বাহিনী হিজবুল্লাহ। সর্বশেষ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হিজবুল্লাহ। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়