গাজায় ‘গণহত্যা’ চলছে: পাকিস্তান
পাকিস্তানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলার কঠোর সমালোচনা করেছেন। ইসরায়েলের এই অভিযানকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন তিনি।
জিলানির মতে, এটি একটি মানবিক সংকট, এমন একটি পরিস্থিতি, যা গণহত্যার সমান হতে পারে। আসলে, এটি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক পরিচালিত ‘গণহত্যা’।
তিনি আরো জানিয়েছেন, ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের অবস্থান বছরের পর বছর ধরে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। পাকিস্তান ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি ফিলিস্তিনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবগুলোকে সম্মান করার আহ্বান জানাচ্ছে।
জিলালি বলেন, ‘ফিলিস্তিনের সংগ্রামের সাথে ইসরায়েলের আগ্রাসী অভিযানকে সমান করার প্রচেষ্টা পাকিস্তানের কাছে অগ্রহণযোগ্য।’
পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। ঐতিহাসিকভাবেই দেশটির নৈতিক অবস্থান হচ্ছে- অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোকে অবশ্যই দ্বি-রাষ্ট্র সমাধানে জাতিসংঘের প্রস্তাবের সাথে সঙ্গতি রেখে খালি করতে হবে।
গাজায় ইসরায়েলি হামলা এবং অবরোধের প্রতিবাদে পাকিস্তান জুড়ে একাধিক বিক্ষোভের ঘটনার পর জিলানি এ মন্তব্য করেছেন।
/ফিরোজ/