ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকা ১৩০০ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৮ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:৩৫, ১৮ অক্টোবর ২০২৩
গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকা ১৩০০ মানুষ

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত অবরুদ্ধ গাজা। সর্বশেষ মঙ্গলবার রাতে একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৭০ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিগত নিধন এবং ফিলিস্তিনিদের অস্তিত্ত্ব বিলীনের জন্য’ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের শিকার হতাহতদের মধ্যে ৭০ শতাংশ শিশু, নারী ও বয়োবৃদ্ধ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় এক হাজার ৩০০ লোক আটকা পড়ে আছে। এদের মধ্যে ৬০০ শিশু রয়েছে। তবে ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। 

প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামলায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে গাজায় একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়