ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৮ অক্টোবর ২০২৩  
গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ব্রাজিলের আনা এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামলায় প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে গাজায় একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য, ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, গাজায় এই মুহূর্তে চার থেকে পাঁচ দিনের খাদ্য মজুদ আছে। নিরাপদ পানির অভাবের কারণে শিশুরা নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছে।

গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ব্রাজিল এর আগেও দুবার খসড়া প্রস্তাব এনেছিল। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র আটকে দেওয়ায় তা বিলম্বিত হচ্ছিল। বুধবার ব্রাজিল প্রস্তাবটি উত্থাপনে সমর্থন হলেও তাতে ভেটো দেওয়া যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১২ সদস্য ভোট দিয়েছে। ভোট দানে বিরত ছিল রাশিয়া ও ব্রিটেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়