ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করায় চাকরি ছাড়লেন মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৪৩, ১৯ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করায় চাকরি ছাড়লেন মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আরও বেশি সামরিক সহায়তা তিনি সমর্থন করতে পারবেন না বলে জানিয়েছেন।

নিজের লিংকডইন অ্যাকাউন্টে এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক জশ পল বলেন, ‘ইসরায়েলের জন্য শক্তিশালী মার্কিন সামরিক সহায়তা কার্যকরভাবে দেশটিকে গাজার বিরুদ্ধে যা করতে চায় তা করার জন্য একটি সবুজ সংকেত দিচ্ছে; বেসামরিক মানুষ নির্বিশেষে।’

তিনি ইসরায়েলকে মার্কিন প্রশাসনের সামরিক সহায়তাকে ‘বুদ্ধির দেউলিয়াত্বের’ উপর ভিত্তি করে একটি ‘আবেগপ্রবণ প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন। তার মতে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করাটা ‘আবেগজনক’ ও ‘অত্যন্ত হতাশাজনক’।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কমকর্তা তার পোস্টে বলেছেন, একটি পক্ষকে আরও অস্ত্র যোগানোর সমর্থনে তিনি আর কাজ করতে পারবেন না।

জশ পল বলেন, ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতা করা আমাদের দায়িত্ব ছিল, সেটা যেই করুক না কেন।’

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়