ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ফিলিস্তিনিদের সমর্থন করলে গাজায় পাঠানোর হুমকি ইসরায়েলি পুলিশ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৪০, ১৯ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনিদের সমর্থন করলে গাজায় পাঠানোর হুমকি ইসরায়েলি পুলিশ প্রধানের

ইসরায়েলের পুলিশ বাহিনীর প্রধান কোবি শাবতাই দেশটির নাগরিকদের হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে কেউ বিক্ষোভ করলে তাকে গাজায় পাঠিয়ে দেওয়া হবে। 

বৃহস্পতিবার আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের টিকটক চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে ইসরায়েলি পুলিশ প্রধান এই মন্তব্য করেন।

ভিডিও বার্তায় ইসরায়েলে গাজার সমর্থনে বিক্ষোভের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান গ্রহণের কথা জানিয়েছেন কোবি শাবতাই। এসময় ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ করলে বিক্ষোভকারীদের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পাঠানোর হুমকি দেন তিনি।

শাবতাই বলেন, ‘যারা ইসরায়েলের নাগরিক হতে চান, তাদের স্বাগতম জানাই। যারা গাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, তাদেরকেও স্বাগত জানাই। আমি খুব শিগগির তাদেরকে বাসে করে গাজায় পাঠিয়ে দেব।’

সংক্ষিপ্ত ওই ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ইসরায়েল বর্তমানে ‘যুদ্ধের অবস্থায় রয়েছে ... তাই আমরা এমন পরিস্থিতিতে নেই যেখানে আমরা সব ধরনের লোককে বাইরে বের হতে দেবো এবং আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ দেবো।’

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়