ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী-শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:৪৯, ২১ অক্টোবর ২০২৩
গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী-শিশু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রকেট হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও লাগাতার হামলা চলছে। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। এক হালনাগাদ প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

জাতিসংঘের হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। অপরদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৪০০ এরও বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার নিহত হোন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাতভর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই পরিবারেরই ৩৪ জন সদস্য রয়েছেন। এছাড়া মধ্য গাজার কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং আল-বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও সাতজন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

জাতিসংঘের হিসেবে গাজা উপত্যকায় প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে সাড়ে পাঁচ লাখেরও বেশি জাতিসংঘ-নির্ধারিত ১৪৭টি জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শনিবার গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা উপত্যকার অন্তত ৩০ শতাংশ বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়