ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

গাজার হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৪ অক্টোবর ২০২৩  
গাজার হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল

অবরুদ্ধ গাজার হাসপাতালের আশেপাশে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার আল-ওয়াফা হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের এলাকায় হামলা হয়েছে বলে আল-জাজিরা অনলাইন জানিয়েছে।

গাজা শহরের আল-ওয়াফা হাসপাতালের জেনারেল ম্যানেজার ফোয়াদ নাজেম জানিয়েছেন, বিমান হামলায় হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের এলাকা লক্ষ্যবস্তু করা হয়। বিমান হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

তিনি বলেছেন, ‘বেশিরভাগ রোগী কোমায় থাকায় আমরা হাসপাতালটি খালি করতে পারছি না। আমাদের সামর্থ্যের চেয়ে বেশি রোগী আছে।...ইসরায়েলের অবরোধের কারণে হাসপাতালে জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ শেষ হয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়