ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩ নভেম্বর ২০২৩  
ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩২

উত্তর ইরানের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩২ এ পৌঁছেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।

জালাই জানান, অগ্নিকাণ্ডে আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।

বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট এর আগে ২৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন। কেন্দ্রটিতে ৪০ জন ব্যক্তি ছিল।

সাদেঘি জানান, কেন্দ্রের ম্যানেজারসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়