ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:৫৫, ৪ নভেম্বর ২০২৩
নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫৭- এ পৌঁছেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানিয়েছেন, ভূমিকম্পে ৩৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। যারা সামান্য আহত হয়েছেন তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কাঠমান্ডু, সুরখেত ও নেপালগঞ্জে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।

নেপালের পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল জাজারকোটে ১০৫ জন মারা গেছে। স্থানীয় সময় শনিবার বিকাল ৫টা পর্যন্ত পার্শ্ববর্তী জেলা পশ্চিম রুকুমে ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও ত্রাণসামগ্রীসহ ভূমিকম্প কবলিত জেলাগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি অবিলম্বে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে জাজারকোট জেলায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। রাজধানী কাঠমান্ডু ও প্রতিবেশী ভারতের কয়েকটি শহরেও ওই সময় কম্পন অনুভূত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়