ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের খরচ হবে ৫১০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৫ নভেম্বর ২০২৩  
হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের খরচ হবে ৫১০০ কোটি ডলার

গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধের জন্য ইসরায়েলের খরচ হবে দুই হাজার কোটি শেকেল (পাঁচ হাজার ১০০ কোটি ডলার )। অর্থনীতি বিষয়ক পত্রিকা ক্যালকালিস্ট রোববার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যান উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, এই ব্যয় ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের সমান। এই ব্যয়ের পরিসংখ্যান আট থেকে ১২ মাস স্থায়ী যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই ব্যয়ের মধ্যে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ, ইরান বা ইয়েমেনের সম্পূর্ণ অংশগ্রহণ ছাড়াই তৈরি করা হয়েছে। 

ক্যালক্যালিস্ট জানিয়েছে, খরচের অর্ধেকই যাবে প্রতিরক্ষা খাতে, যা দিনে প্রায় ১০০ কোটি শেকেল। আরও ৪০০ থেকে ৬০০ কোটি শেকেল হবে রাজস্ব ক্ষতি। এছাড়া ১৭০০ থেকে ২০০ কোটি শেকেল ব্যবসার জন্য ক্ষতিপূরণ এবং এক হাজার থেকে দুই হাজার কোটি শেকেল পুনর্বাসনের জন্য ব্যয় হবে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এর আগে জানিয়েছিলেন, ইসরায়েল সরকার ফিলিস্তিনি আক্রমণে ক্ষতিগ্রস্তদের জন্য একটি অর্থনৈতিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে, যা কোভিড-১৯ মহামারির তুলনায় ‘বড় ও বিস্তৃত’ হবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়