ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

খামেনির সঙ্গে বৈঠক করেছেন হামাসের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৮, ৫ নভেম্বর ২০২৩
খামেনির সঙ্গে বৈঠক করেছেন হামাসের প্রধান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াহ। রোববার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৯ সাল থেকে কাতার ও তুরস্কে বসবাসকারী হানিয়াহ ‘গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং গাজায় ইহুদিবাদী শাসকের অপরাধের পাশাপাশি পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কে খামেনিকে জানিয়েছেন।’

ইরান বরাবরই বলেছে, তারা হামাসকে সমর্থন করে। কিন্তু গত মাসে ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় তাদের কোনো ভূমিকা নেই।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, ‘আয়াতুল্লাহ খামেনি গাজার জনগণের দৃঢ়তা ও অবস্থানের প্রশংসা করেছেন এবং ওয়াশিংটন ও কিছু পশ্চিমা দেশের সরাসরি সমর্থিত ইহুদিবাদী শাসকের অপরাধের জন্য তীব্র দুঃখ প্রকাশ করেছেন।’

বৈঠকটি কখন হয়েছিল তা বিস্তারিত উল্লেখ না করে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, খামেনি ‘ইহুদি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীকে সমর্থন করার জন্য তেহরানের ধারাবাহিক নীতির উপর জোর দিয়েছেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়