ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫৫, ৭ নভেম্বর ২০২৩
ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি একজন জুনিয়র মন্ত্রী যিনি গাজায় ইসরায়েলের পারমাণবিক হামলা চালানোর পক্ষে প্রকাশ্যে মতামত দিয়েছেন, তা বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মতে, গাজায় পারমাণবিক বোমা ফেলার পক্ষে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যর মাধ্যমে প্রতীয়মান হয় যে, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। 

মারিয়া জাখারোভার বলেন, ‘যদি তাই হয়, তাহলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এবং আন্তর্জাতিক পরিদর্শকদের ইসরায়েল পরিদর্শন করা উচিত।’ 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল কখনোই প্রকাশ্যে স্বীকার করে না যে, দেশটির কাছে পারমাণবিক অস্ত্র আছে। যদিও ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের ধারণা, ইসরায়েলের প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

ইসরায়েলের ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু রোববার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় পারমাণবিক বোমা ফেলা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন। 

তবে, এমন মন্তব্যের কারণে আমিচাই এলিয়াহুকে সোমবার সাময়িক বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়