ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

৬০০ লোকের জন্য ১টি টয়লেট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৭ নভেম্বর ২০২৩  
৬০০ লোকের জন্য ১টি টয়লেট

অবরুদ্ধ গাজার আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি অমানবিক হয়ে পড়েছে এবং দিন দিন পরিস্থিতির আরও অবনতি ঘটছে। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য জানিয়েছে।

উদাহরণ হিসাবে ইউএনআরডব্লিউএ তাদের পরিচালিত খান ইউনিস ট্রেনিং সেন্টার আশ্রয় কেন্দ্রের কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে, আশ্রয় কেন্দ্রটিতে বর্তমানে ২২ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। কেন্দ্রটিতে প্রতি দুই বর্গমিটারেরও কম জায়গায় দুই ব্যক্তিকে থাকতে হচ্ছে। এখানে একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে অন্তত ৬০০ লোককে।

স্যানিটারি পরিস্থিতির ক্রমাবনতি, গোপনীয়তা এবং স্থানের অভাব আশ্রয় নেওয়া লোকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রচুর ঝুঁকি তৈরি করছে।

গত সপ্তাহে আল-জাজিরা অনলাইন জানিয়েছে, অনেক ফিলিস্তিনি নারী গাজায় অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে ঋতুস্রাব বিলম্বিত করার বড়ি সেবন করছেন। বাস্তুচ্যুতি, জনাকীর্ণ জীবনযাত্রার পরিস্থিতি, পানি ও মাসিকের স্বাস্থ্যবিধি পণ্য যেমন-স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পনের অভাবের সম্মুখীন তারা। নারীরা নোরেথিস্টেরন ট্যাবলেট সেবন করছেন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়