পার্লামেন্টের রেস্তোরাঁ ও কফি হাউস থেকে পশ্চিমা পণ্য বাদ দিয়েছে তুরস্ক
পার্লামেন্টের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও কফি হাউস থেকে কোকোকোলা ও নেসলের মতো ব্র্যান্ডের পণ্যগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তুরস্ক। ইসরায়েলের প্রতি কোকোকোলা ও নেসলের সমর্থনের অভিযোগে তাদের পণ্য বর্জন করা হচ্ছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।
পার্লামেন্টের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলোর পণ্য পার্লামেন্ট ক্যাম্পাসের রেস্তোরাঁ ও কফি হাউসে বিক্রি করা হবে না।’
পার্লামেন্টের স্পিকার নুমান কুর্টুলমাস এই সিদ্ধান্ত নিলেও বিবৃতিতে কোম্পানিগুলোর পরিচয় জানানো হয়নি।
একটি সূত্র রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছে, কোকাকোলা পানীয় ও নেসলে ইনস্ট্যান্ট কফিই একমাত্র ব্র্যান্ড, যেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। জনসাধারণের দাবির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ