ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

সাদা পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে উত্তর গাজা ছাড়ছে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৮ নভেম্বর ২০২৩  
সাদা পতাকা হাতে নিয়ে পায়ে হেঁটে উত্তর গাজা ছাড়ছে ফিলিস্তিনিরা

খাদ্য ও পানি ফুরিয়ে যাওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চল থেকে পায়ে হেঁটে সাদা পতাকা হাতে নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে গেছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

গাজার ২৩ লাখ বাসিন্দার ৭০ শতাংশেরও বেশি ইতিমধ্যে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। উত্তরে ইসরায়েলের তীব্র হামলার কারণে গাজার এই অঞ্চলটি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

জাতিসংঘের মানবিক কার্যালয় মঙ্গলবার রাতে জানিয়েছে, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীদের নিয়ে বেশিরভাগ মানুষ তাদের সঙ্গে ন্যূনতম জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছে। কিছু বাস্তুচ্যুত গাজাবাসীকে ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করতে হয়েছিল। ইসরায়েলি বাহিনীর হাতে এসময় অনেকে গ্রেপ্তার হয়েছে।

স্থানীয়দের অনেকে মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তারা সাদা পতাকা নেড়ে হাত উঁচিয়ে ইসরায়েলি ট্যাঙ্কের পাশ দিয়ে হেঁটে গিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার প্রায় ১৫ হাজার মানুষ উত্তর গাজা থেকে পালিয়ে গেছে। এই সংখ্যা সোমবার উত্তর গাজা ছেড়ে যাওয়া সংখ্যার তিনগুণ।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়