ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:৩৩, ৯ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বেলজিয়াম। বৃহস্পতিবার বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা এবং প্রধান শহরগুলির মন্ত্রী ক্যারোলিন গেনেজ এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গেনেজ জানিয়েছেন, দীর্ঘমেয়াদে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল।

গেনেজ ইসরায়েলি সরকারকে বেইট হানুন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালেম ক্রসিংয়ে গাজার বাসিন্দাদের আরও মানবিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘৭ অক্টোবরের আগে একটি স্বাভাবিক দিনে (গাজার লোকদের) যা প্রয়োজন তা সরবরাহ করার জন্য ৫০০টি ট্রাকের প্রয়োজন ছিল। যুদ্ধ শুরুর পর থেকে মিশরের সাথে রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০ ট্রাক প্রবেশ করেছে।’

গেনেজ জানান, বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত ২০ লাখ ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ৫০ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়