ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হাসপাতাল থেকে যারা বের হওয়ার চেষ্টা করছে তাদের গুলি করছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১১ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:০৯, ১১ নভেম্বর ২০২৩
হাসপাতাল থেকে যারা বের হওয়ার চেষ্টা করছে তাদের গুলি করছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, যারাই গাজার আল-শিফা হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের গুলি করছে ইসরায়েলি বাহিনী।

সংস্থাটি তাদের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) লিখেছে, ‘এই মন্তব্য লেখার সময়, আমাদের কর্মীরা প্রত্যক্ষ করছে যে লোকেরা আল-শিফা হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করার সময় তাদের গুলি করা হয়েছে।’

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে যে ইসরায়েলি ট্যাঙ্কগুলো আল-কুদস হাসপাতাল থেকে মাত্র ২০ মিটার দূরে রয়েছে।

তাদের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) লিখেছে, ‘হাসপাতালে সরাসরি গুলি চালানো হয়েছে এবং বাস্তুচ্যুতদের মধ্যে চরম আতঙ্ক ও ভয়ের অবস্থা বিরাজ করছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের মেঝে ও আঙ্গিনায় লাশ পড়ে আছে।

তিনি বলেছেন, ‘আল-শিফা হাসপাতালের গেটে আহত ও মৃতরা পড়ে আছে। হাসপাতালের আঙিনায় কোনো নড়াচড়া দেখলেই গুলি করছে ইসরায়েলি বাহিনী।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়