ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

পাকিস্তানে নাগরিক নিরাপত্তা কমছে, উদ্বেগ মানবাধিকার কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১৫ নভেম্বর ২০২৩  
পাকিস্তানে নাগরিক নিরাপত্তা কমছে, উদ্বেগ মানবাধিকার কমিশনের

অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্বসহ বিভিন্ন কারণে পাকিস্তানের নাগরিকদের আর্থিক ও আইনগত নিরাপত্তা কমছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মানবাধিকার কমিশন (এইচআরসিপি)।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন সাধারণ নির্বাচনের আগে গণতন্ত্র, নির্বাচনী রাজনীতি ও আইনের শাসন গুরুতরভাবে নিম্নমুখী হয়েছে। ফলে চাপ বাড়ছে জনগণের ওপর। ক্ষুণ্ণ হচ্ছে জনগণের নিরাপত্তা।

দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার ওপর ক্রমাগত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করে সংস্থাটি।

তারা বলছে, ভিন্নমত প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এমনকি অনেক ঘটনাই সংবাদ আকারে প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।

সাম্প্রতিককালে নাগরিকদের গুম করার ঘটনা ঘটছে বলেও জানায় এইচআরসিপি। 

সংস্থাটি বলছে, গুম হওয়া অনেকের পরিবার স্বজনদের খুঁজে পেতে মামলা করছে। তাদের খুঁজে পেতে ও এর সঙ্গে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশেষ কমিটি করার আহ্বান জানায় তারা।

এইচআরসিপির দাবি, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করে সরকারকে জনগণের নিরাপত্তার অধিকার রক্ষা করতে হবে।

দারিদ্র্যের কারণে সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব এবং গিলগিটে আত্মহত্যার পরিমাণ বাড়ছে বলেও জানায় সংস্থাটি।

তারা যৌন সহিংসতা ও নির্যাতন থেকে শিশু গৃহকর্মীদের রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়