ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

হামাসের যেসব শর্ত মেনে যুদ্ধবিরতিতে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৩
হামাসের যেসব শর্ত মেনে যুদ্ধবিরতিতে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দেড় মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। কাতার এ প্রস্তাবে মধ্যস্থতা করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস চুক্তির শর্তগুলো প্রকাশ করেছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি নিশ্চিত করেছে, উভয় পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতি চার দিন স্থায়ী হবে।

আজ বুধবার (২২ নভেম্বর) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, চুক্তি অনুযায়ী এ সময়ের মধ্যে:

* গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচলসহ সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখবে ইসরায়েল।

* চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহসহ কয়েক শ’ মানবিক ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

* যুদ্ধবিরতিকালীন চার দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন উড়ানো বন্ধ থাকবে।

* যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল ‘গাজা উপত্যকার সব অঞ্চলে কাউকে হামলা বা গ্রেপ্তার না করতে প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে।

* সালাহ আল-দ্বীন সড়কে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

* ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে।

এদিকে জিম্মিমুক্তির সমঝোতা হলেও যুদ্ধ একেবারে না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, ‘যুদ্ধাবস্থায় আছে ইসরায়েল; এটি অব্যাহত থাকবে’।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়