ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ক্ষমতায় এলে সরকারি চাকরিজীবীদের শতভাগ বেতন বৃদ্ধি: পিপিপি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:২৭, ২২ নভেম্বর ২০২৩
ক্ষমতায় এলে সরকারি চাকরিজীবীদের শতভাগ বেতন বৃদ্ধি: পিপিপি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সব সরকারি কর্মচারীর বেতন শতভাগ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর জিও নিউজ

মঙ্গলবার (২১ নভেম্বর) দেশটির আপার দির এলাকায় এক জনসভায় বিলাওয়াল বলেন, ‘পিপিপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, তার দলকে যদি আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়, তাহলে সব সরকারি কর্মচারীর বেতন ১০০ ভাগ বাড়ানো হবে।

এর আগে, ২০১০ সালে ক্ষমতায় থাকাকালে পিপিপির নেতৃত্বাধীন ফেডারেল সরকার অ্যাডহক ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন তাদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করেছিল। এ ছাড়া, সরশেষ পিডিএম জোট সরকারের আমলে সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধিতে ভূমিকা পালন করেছে দলটি।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে পিপিপি নেতা বলেন, দেশে মূল্যস্ফীতির কারণে বেকারত্ব ও দরিদ্রতা প্রতিদিন বাড়ছে। বর্তমান শাসকরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করছেন না। বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি জনগণের ক্ষতি করছে। তাই দেশকে সংকট থেকে বের করে আনতে রাজনীতিবিদদের এই ধরনের রাজনীতি ত্যাগ করতে হবে।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়