ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাজায় বোমা হামলার চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যাবে রোগে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:২৬, ২৯ নভেম্বর ২০২৩
গাজায় বোমা হামলার চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যাবে রোগে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানত গেব্রিয়াসাস জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছে তারচেয়ে বেশি মানুষ মারা যাবে অসুস্থতায়। মঙ্গলবার সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গেব্রিয়াসাস গাজায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের শিকার ১ লাখ ১১ হাজার মানুষ, জটিল চর্মরোগে ১২ হাজার, উকুনের শিকার ১১ হাজার, ডায়েরিয়ায় ৭৫ হাজার, ত্বকের ফুসকুড়িতে ২৪ হাজার, ত্বকের ভয়াবহ সংক্রামণের শিকার ২ হাজার ৫০০, গুটি বসন্তে ২ হাজার ৫০০ এবং জন্ডিসে আক্রান্ত ১ হাজার ১০০ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেছেন, ‘জীবনযাত্রার অবস্থা এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে বোমা হামলার চেয়ে বেশি মানুষ রোগে মারা যেতে পারে।’

আরো পড়ুন:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়