ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:২৬, ১ ডিসেম্বর ২০২৩
ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে মাইন বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি (৪৫)।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি নিহত হয়েছেন বলে ক্রেমলিনপন্থি একাধিক সূত্র জানিয়েছে।

তবে, মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি বুধবার বিকেলে নিহত হন।

কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়