ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৩ ডিসেম্বর ২০২৩  
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ ১১

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের লেক টোবার কাছে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১ জন নিখোঁজ হয়েছেন। 

রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা হ্রদের তীরে অবস্থিত অঞ্চলে আঘাত হানে। এতে কয়েক ডজন বাড়িঘর, একটি গির্জা, একটি স্কুল এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে বিএনপিবি আরও বলেছে, পানিবন্দী অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। 

লেক টোবা, বিশ্বের বৃহত্তম আগ্নেয় হ্রদ। ইন্দোনেশিয়ান ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে এটি জনপ্রিয় একটি স্থান। 

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, আকস্মিক বন্যা বড় বড় পাথর ও গাছ ভাসিয়ে এনেছে। বেশ কিছু বাড়ি এসবের নিচে চাপা পড়েছে। 

সংস্থাটি জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে ইতিমধ্যে প্রায় ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী ভারী সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়