গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩৫০ জন নিহত হয়েছে। শুক্রবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার শুজাইয়ার কিছু অংশে তার ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান পুনরায় মোতায়েন করেছে। একইসঙ্গে আরও বিমান হামলা হচ্ছে। গাজা শহরের পূর্ব ও দক্ষিণ দিকেও ভারী বিমান হামলা চলছে।
গত ২৪ ঘন্টার মধ্যে এই এলাকার বাড়িগুলোতে সরাসরি বিমান হামলায় প্রায় ৩৫০ জন নিহত হয়েছে।
গাজার দক্ষিণের এলাকা খান ইউনুসেও হামলা চালাচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। পানির সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নারী ও শিশুদের ওপর হামলা চালানো হয়েছে। তাৎক্ষনিকভাবে সেখানে হতাহতের সংখ্যা জানা যায়নি।
ঢাকা/শাহেদ