ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

৮ বর্গকিলোমিটার এলাকায় ২০ লাখ লোককে ঠেলে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১০ ডিসেম্বর ২০২৩  
৮ বর্গকিলোমিটার এলাকায় ২০ লাখ লোককে ঠেলে দিচ্ছে ইসরায়েল

গাজার উত্তর ও দক্ষিণে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। বেসামরিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথা বলছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে যে নিরাপদ স্থানটির কথা বলা হচ্ছে তার আয়তন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আয়তনের চেয়েও ছোট। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০ লাখ বেসামরিক লোককে ‘মানবিক অঞ্চল’ আল-মাওয়াসিতে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছে ইসরায়েল। এলাকাটির আয়তন মাত্র ৮ দশমিক ৫ বর্গ কিলোমিটার, যা লন্ডনের হিথ্রো বিমানবন্দর চেয়ে ছোট।

আল-মাওয়াসি ভূমধ্যসাগরের তীরবর্তী একটি সরু ভূমি। এখানে কয়েকটি ভবন রয়েছে এবং এটি মূলত বালুকাময় টিলা ও কৃষি জমি নিয়ে গঠিত।

আরো পড়ুন:

রিম আবদ রাবু নামে গাজার এক বাসিন্দা বলেন, আল-মাওয়াসি একটি পরিত্যক্ত জায়গা, এটি ‘মানুষের থাকার জায়গা নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়