ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

ভারতে লোকসভায় আচমকা ২ যুবকের হানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩২, ১৩ ডিসেম্বর ২০২৩
ভারতে লোকসভায় আচমকা ২ যুবকের হানা

ভারতে সভা চলাকালে লোকসভায় আচমকাই হানা দিয়েছে দুই যুবক। তারা সভার মাঝে ‘রং বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। তাদের এই হানায় আতঙ্কিত হয়ে পড়েন লোকসভার সদস্যরা। অবশ্য কিছুক্ষণের মধ্যেই তাদের ধরে ফেলা হয়। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। স্থানীয় সময় দুপুর ১টার পরে আচমকা উপর দিকের দর্শকের গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। তাদের দেখে হুলস্থুল পড়ে যায় সভায়। তারা হলুদ রঙের ধোঁয়া সভায় ছড়িয়ে দেন। বেঞ্চ থেকে বেঞ্চে লাফিয়ে ধোঁয়া ছড়াতে থাকেন তারা। এসময় তারা স্লোগানও দিচ্ছিলেন। এক পর্যায়ে বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদ হনুমান বেনিওয়াল দুই যুবককে ধরে ফেলেন। পরে তাদের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা যখন দুই যুবককে ধরে নিয়ে যাচ্ছিলেন, তখনও তারা স্লোগান দিচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে,  লোকসভায় হানার ঘটনার সঙ্গে ছয় জন সম্পৃক্ত ছিল। এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। আমাদের সাংসদেরাই তাদের ধরে ফেলেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়