ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে সম্মেলনের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৩  
ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে সম্মেলনের আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মস্কো বারবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে এবং হামাস এবং ইসরায়েলের সাথে কাজ করছে৷

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার সিনেটরদের বলেছেন, ‘এই সমস্যার চিরতরে সমাধানের একমাত্র উপায় এবং সঠিক সমাধান হচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করা।’

আরো পড়ুন:

তিনি জানান, সম্মেলনে আরব লীগ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত।

ল্যাভরভ জানান, ‘জাতিসংঘের উচিত এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করা। আমি বিশ্বাস করি, জাতিসংঘের মহাসচিব এ ধরনের উদ্যোগে যথেষ্ট সক্ষম।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে অব্যাহত অবিচার, যাদের কাছে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল... অত্যন্ত গুরুতর সন্ত্রাসী ও চরমপন্থী অনুভূতিকে ইন্ধন দেয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়