ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

মস্কোমুখী ২টি ড্রোন ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৪ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:২৩, ১৪ ডিসেম্বর ২০২৩
মস্কোমুখী ২টি ড্রোন ভূপাতিত করার দাবি

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার সকালে দুটি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। 

হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন। 

টেলিগ্রামে মস্কোর মেয়র আরও বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করেছে।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কো এবং পাশ্ববর্তী কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা মোট ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে গতকাল বুধবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এতে ৫১ জন আহত হোন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেগুলো ভূপাতিত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষের আঘাতের কারণে আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

চলতি সপ্তাহে কিয়েভে এটি ছিল রাশিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে গত সোমবার কিয়েভে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় চারজন আহত হোন।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়