ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

হামাসের ২০০ সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৩
হামাসের ২০০ সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

ইসরায়েল দাবি করেছে, তারা গত সপ্তাহে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের ২০০ সদস্যকে গ্রেপ্তার করেছে। এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সদস্যরা কিছু সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল।

ইসরায়েল জানিয়েছে, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে ৭০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করার পর ইসরায়েল তার প্রতিশোধমূলক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং ৫০ হাজার আহত হয়েছে।

ইসরায়েল গাজায় তাদের বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক লোকদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়