ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইউরোপ নয়, রাশিয়ার তেল রপ্তানির গন্তব্য এখন চীন ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৬, ২৭ ডিসেম্বর ২০২৩
ইউরোপ নয়, রাশিয়ার তেল রপ্তানির গন্তব্য এখন চীন ও ভারত

রাশিয়া তার তেল রপ্তাননির গন্তব্যস্থল ইউরোপ থেকে পরিবর্তন করে চীন ও ভারতে নির্ধারণ করেছে। ইউক্রেন সংঘাতের কারণে মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রায় দুই বছর পর বুধবার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পরে রাশিয়ার তার তেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়ার জ্বালানি নীতির দায়িত্বে থাকা নোভাক বলেছেন, ‘আমরা আগে ইউরোপে মোট ৪০ থেকে ৪৫ শতাংশ তেল এবং তেলজাত পণ্য সরবরাহ করতাম। চলতি বছর, আমরা আশা করছি, সংখ্যাটি মোট রপ্তানির চার থেকে পাঁচ শতাংশের বেশি হবে না। চীন-যার অংশ (তেল রপ্তানির) ৪৫ থেকে ৫০ শতাংশে বেড়েছে এবং ভারত বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান অংশীদার হয়ে উঠেছে। দুই বছরে ভারতে সরবরাহের মোট অংশ প্রায় ৪০ শতাংশে বেড়েছে।’

আরো পড়ুন:

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারত পরিশোধন করার আগে এবং ইউরোপীয় গ্রাহকদের কাছে বিক্রি করার আগে রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়