কেনিয়া ভ্রমণে লাগবে না ভিসা
২০২০ সালে কেনিয়ার নাইরোবির আকাশে ‘পিংক বা গোলাপি সুপারমুন’। ছবি: সংগৃহীত
কেনিয়ায় ভ্রমণের জন্য আর ভিসা লাগবে না। এখন থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা বিনা ভিসায় দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী জানুয়ারি থেকেই এ নিয়ম কার্যকর হবে।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এ কথা জানিয়েছেন।
রুটো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে আগেভাগেই পর্যটকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে। তাদের আর ভিসার জন্য আবেদন করতে হবে না।
কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রুটো বলেন, বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো মানুষেরই আর কেনিয়া ভ্রমণের জন্য ভিসা আবেদনের ঝামেলা পোহাতে হবে না।
দীর্ঘদিন ধরেই রুটো আফ্রিকা মহাদেশে ভিসামুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। গত অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে এক সম্মেলনে তিনি বলেছিলেন, আফ্রিকান দেশগুলোর লোকদের ২০২৩ সালের শেষ নাগাদ কেনিয়াতে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, কেনিয়ার অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারত মহাসাগরের উপকূলীয় এলাকা ও দেশটির অভ্যন্তরীণ বন্যপ্রাণী সাফারিগুলো পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।
সূত্র: সিএনএন
ঢাকা/এনএইচ