ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

গাজার শাসনের ব্যাপারে কোনো আলোচনা চান না নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ২৭ ডিসেম্বর ২০২৩  
গাজার শাসনের ব্যাপারে কোনো আলোচনা চান না নেতানিয়াহু

হামাসের সাথে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও শাসনের পরিকল্পনা নিয়ে আলোচনার ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনটি অনুরোধ জানানো হয়েছে। মোসাদের পরিচালক শিন বেটের পক্ষ থেকে এই অনুরোধগুলো জানানো হয়েছে। তাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চিফ অব স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠকের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, অনুরোধগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।

আরো পড়ুন:

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে এবং গাজা ভিতরে এবং বাইরের সব প্রাসঙ্গিক কূশীলবের বিষয়ে কীভাবে কাজ করা যায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমেরিকানরা ব্যাখ্যা চায়।’

চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসাবে তার অবস্থান রক্ষা করার জন্য এই ধরনের আলোচনা বাতিল করে থাকতে পারেন। তার যুদ্ধকালীন ঐক্য সরকার সংঘাত শেষ হওয়ার পরে ভেঙে যাবে। গাজার জন্য যেকোনো সমাধানে ফিলিস্তিনি কূশীলব জড়িত থাকলে, যেমন পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তন করলে নেতানিয়াহুর সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়