ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:২৬, ২৮ ডিসেম্বর ২০২৩
দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক, যুদ্ধাস্ত্র শিল্প এবং পারমাণবিক অস্ত্র খাতকে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বুধবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন বছরের জন্য নীতি নির্দেশনার বিষয়ে কথা বলতে গিয়ে কিম বলেছেন, পিয়ংইয়ং ‘সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন’ দেশগুলির সাথে কৌশলগত সহযোগিতার সম্প্রসারণ করবে।’

কেসিএন বলেছে, ‘তিনি (কিম) যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি এবং যুদ্ধাস্ত্র শিল্প, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষা খাতকে নির্দেশনা দিয়েছেন।’

এদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ইয়েনচিওনের পূর্ব কাউন্টিতে একটি ফ্রন্টলাইন সামরিক ইউনিট পরিদর্শন করেছেন। এসময় তিনি উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো উস্কানি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়