পোল্যান্ডের আকাশসীমায় অজ্ঞাত বস্তু
ইউক্রেন সীমান্তের দিক থেকে একটি অজ্ঞাত বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কমান্ড বলেছে, ‘সকালে একটি অজ্ঞাত বায়বীয় বস্তু ইউক্রেনের সীমান্তের পাশ থেকে পোল্যান্ড প্রজাতন্ত্রের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সীমান্ত অতিক্রম করার মুহুর্ত থেকে সংকেতটি অদৃশ্য হওয়া পর্যন্ত দেশের বিমান প্রতিরক্ষার রাডার একে পর্যবেক্ষণ করেছিল।’
তারা আরও বলেছে, ‘প্রযোজ্য পদ্ধতি অনুসারে সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডার তার কাছে থাকা বাহিনী এবং সরঞ্জাম একত্রিত করেছেন।’
বেসরকারী সম্প্রচারমাধ্যম টিভি রিপাবলিকা জানিয়েছে, দক্ষিণ পোল্যান্ডের রুবিসজো শহরের কাছে বস্তুটির অনুসন্ধান চলছে।
লুবলিন অঞ্চলের গভর্নর ক্রজিসটফ কমর্স্কি এক্স-এ লিখেছেন, ‘আমরা তথ্য পেয়েছি যে রুবিসজো এর কাছে রাডারে একটি বস্তুর উপস্থিতি দেখা গেছে। এটি আমাদের অঞ্চলের মধ্যে পড়েছে বলে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।’
ঢাকা/শাহেদ